যেদিন আমি থাকবো না সেদিন যেন সবাই কবিতাগুলো দেখতে পায় সে জন্য আমার এই প্রচেষ্টা ।
এই সাইটে ব্যবহৃত টেম্পলেটটি (থিম) অল্পকথাএবং সেতুবন্ধন ডট কম কর্তৃক ডেভলপ করা হয়েছে।এটি বিনা মুল্যে বিতরন যোগ্য । এই সাইটটি আপনার কেমন লাগছে আপনার মতামত রেখে যেতে পারেন।সাইটের থিম টি অল্প সময়ের মধ্যে সবার জন্য উন্মুক্ত করা হবে । থিম এ বাংলা সোলায়মান লিপি ফন্ট ব্যবহার করা হয়েছে,ফন্টটি যদি আপনার কম্পিউটারে না থাকে তবে সোলায়মান লিপি ফন্টটি এই লিঙ্ক থেকে ডাউনলোডকরতে পারেন ।উইন্ডোজ 7 ব্যবহারকারীদের কোন ফন্ট ডাউনলোড করার প্রয়োজন নেই । ফন্ট ডাউনলোড ছাড়াই উইন্ডোজ 7 ব্যবহারকারীগন সুন্দর ফন্টে এই সাইটটি দেখতে পাবেন ।